বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকস্মিক অর্থনৈতিক সংকটে টাকা ধার দিয়ে সাময়িক সহযোগিতা করার জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান ‘‘দান নয়, ধার”।

বিশ্বজুরে করোনা মহামারীর মধ্যে ২০২০ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।  ‘‘দান নয়, ধার” এর মূল ধারণাটি হচ্ছে, যারা  সাবেক শিক্ষার্থী তারা তাদের সাধ্যমতো অর্থ ধার বা ডোনেশন হিসাবে এই ফান্ডে জমা দিবেন এবং সেখান থেকে যাদের প্রয়োজন তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য ধার প্রদান করা হবে।

অভাব থাকা সত্বেও দান গ্রহণ করা সকলের পক্ষে সহজ নয়। কিন্তু ধার গ্রহণ সহজ, এতে কোন প্রকার বিব্রত হওয়ার সুযোগ নেই। একজনের ধার ফেরৎ আসলে তা অন্যজনকে আবার ধার দিয়ে সহযোগিতা করা যায়। এভাবে সামান্য পরিমাণ টাকা দিয়ে অনেক মানুষকে অনেক প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা করা যায়।

করোনার মাঝে অনলাইন ক্লাস চালু হওয়ায়, অনেক শিক্ষার্থীদের স্মার্ট ফোন কেনার প্রয়োজেন হয়। হঠাৎ একসঙ্গে  এই টাকা ম্যানেজ করা অনেকের পক্ষে সম্ভব হয়ে উঠে না। অনেক সচ্ছল শিক্ষার্থী আছেন যারা একটা ভালোমানের ল্যাপটপ ক্রয় করতে পুরো টাকা ম্যানেজ করতে পারেননি। অনেকে আছেন  সাইকেল কিনতে চেয়েছেন, অনেক আছেন বাবার চিকিৎসা ব্যয়ে  তাৎক্ষণিক অনেক টাকা যোগার করতে হয়েছে, অনেকে আছেন উচ্চশিক্ষার্থে  দেশের বাহিরে যেতে  সহযোগিতা চেয়েছেন, অনেক শিক্ষার্থী  আছেন টিউশনি না থাকায় পড়াশুনা চালিয়ে নিতে পারছিলেন না। শিক্ষার্থীদের এইরকম অনেক প্রয়োজনীয় মুহূর্তে  এগিয়ে এসেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে  ‘ দান নয়, ধার’।

এই  প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় একদম জিরো । শতভাগ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রম প্রতিষ্ঠিত হয়েছে। যাত্রা শুরু হয় দুই লক্ষ ছাব্বিস হাজার টাকা দিয়ে। সারে তিনবছরে  ১০ লক্ষ টাকা (১০,০০০০০.০০) ধার দেয়া হয়েছে।  ১০০  জন শিক্ষার্থী মোট ১১৯ বার ধার গ্রহণ করেন।

’দান নয়, ধার’ এই কার্যক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরো কয়েকটি বিভাগে এবং একটি ম্যাডিকেল কলেজে শুরু করতে যাচ্ছি। ধীরে ধীরে স্বেচ্ছাশ্রম ও ফান্ড প্রাপ্তির ভিত্তিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে ইনশাহআল্লাহ চালু করা হবে।

পুরো বিষয়টি বুঝতে, এই ওয়েবসাইটের সবগুলি লিংক বিশেষকরে ' FAQ' প্রশ্ন-উত্তর লিংক দেখুন এবং অমাদের কার্যক্রম ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন।

আপনার বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে ‘দান নয়, ধার’ এর ব্রাঞ্চ চালু করার জন্য আমাদের সাথে কথা বলুন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মানবহিতৈষী কার্যক্রমের  সাথে যুক্ত হতে চাইলে এই প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করুন।

=====================

‘দান নয়-ধার’ এর হিসাব একাউন্ট

# ব্যাংকের নাম : অগ্রণী ব্যাংক

# ব্র্যাঞ্চ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

# একাউন্ট নাম  : দান নয়-ধার   

# একাউন্ট নম্বর : ০২-০০০২০৩২১৬৪৯ 

# সুইফট কোড :  AGBKBDDH

# রাউটিং নম্বর : 010262267


DANNOY-DHAR is a non-profit initiative that was launched on April 24th, 2020, at the Department of Environmental Sciences, Jahangirnagar University, in response to the global COVID-19 pandemic. The program was established to provide interest-free loans to university students facing sudden economic crises. The core concept behind DANNOY-DHAR is rooted in the idea that established students or alumni deposit funds into a common pool, from which loans are then provided to those in need.

Key Features and Achievements:

  1. 1. Operating Model:

    • Ex-students and Socially responsible companies contribute funds to a central pool.
    • Loans are granted to students facing economic challenges during crises.
  2. 2. Loan Repayment Cycle:

    • Loan recipients are urged to make installment payments each month.
    • Repaid funds are recycled to help other students in need, creating a sustainable support system.
  3. 3. Success and Impact:

    • The program has been running successfully for the last three years.
    • A total of Fifty lac(15,600,000.00) has been loaned during this period. (May 2024)
    • 153 students have benefited from the program, with loans granted a total of 167 times.
  4. 4. Expansion Plans:

    • DANNOY-DHAR is set to expand to all departments within Jahangirnagar University.
    • The long-term vision is to introduce the program to other universities and educational institutions across the country, gradually expanding its reach.
  5. 5. Voluntary Basis and Fundraising:

    • The expansion and sustainability of DANNOY-DHAR rely on voluntary efforts and receiving funds from contributors who believe in the importance of supporting students during times of economic crises.
  6. 6. Website Information:

    • The program's details, including frequently asked questions (FAQs), can be found on the official website: www.dannoy-dhar.org.
  7. 7. How to Get Involved:

    • Interested individuals or institutions can explore the website for a comprehensive understanding of DANNOY-DHAR's mission and impact.
    • To start a DANNOY-DHAR department at a university or to contribute through loans or donations, individuals are encouraged to contact the designated Chief of the institution.

DANNOY-DHAR aims to create a supportive community where students can access financial assistance without the burden of interest, fostering a culture of giving back and helping one another in times of need.

============================
Account details of ‘DANNOY-DHAR’ 

# Bank Name : Agrani Bank
# Branch name : Jahangirnagar University Branch.
# Account Name : DANNOY-DHAR (দান নয়-ধার   )
# Account Number : 02-00020321649
# SWIFT Code : AGBKBDDH
# Routing Number : 010262267

Total DANNOY-DHAR Branches

03

Total Contributors

43

Total Borrowers

139

Total Cash in Fund

5,67,500.00

Fund from Donation

5,27,500.00

Fund from Loan

40,000.00

Fund from Sponsor

1,50,000.00

Total Money Disbursed

13,96,800.00

Total Money Back

8,64,200.00

Total Loan Unpaid

5,32,600.00

Number of Borrowers Paid Fully

-

How Many Times Loan Issued

-

Total Expenses

50,691.00

Total Balance

will be updated soon

Cash in Bank

will be updated soon

Cash in Mobile

20,500.00

Cash in Hand

00

Total Assets

00