‘দান নয়, ধার’ সম্পূর্ণভাবে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি অলাভজনক, অরাজনৈতিক শিক্ষার্থীবান্ধব কল্যাণকর প্রতিষ্ঠান।
এই ক্ষণস্থায়ী জীবনে নিজেদের জীবিকার তাগিদে আমরা সবাই চাকুরি-বাকরি, ব্যবসা-বানিজ্যসহ নানারকম অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত থাকি। এই অর্থ আমাদের বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলি পূরণ করে। মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি ভালোভাবে বেঁচে থাকার অন্যতম নিয়ামক হচ্ছে আত্বার সুখ। একেক মানুষ একেকভাবে এই সুখ খোঁজে। নির্ভেজাল পরোপকার, অন্যের বিপদে নিজেকে নিয়োজিত করে আপনি যতটা আনন্দ ও সুখ পাবেন সম্ভবত অন্য কোন কাজে সেই সুখ নেই।
‘দান নয়, ধার‘ সেইরকম আত্বার সুখ লাভের একটা অলাভজনক উদ্যোগে। এই কাজ পরিচালনায় নানাধরনের অস্বস্তি আছে, তবে দিনশেষে যখন দেখি আকস্মিক অর্থনৈতিক সংকটে একজন শিক্ষার্থী উদ্ধার পেয়েছে, তখনই সব কষ্ট ভুলে যাই।
বিপদে একজনকে কিছু টাকা দান বা গিফট করলে সে কেবল একবারই উপকৃত হয়, আপনিও একবারই উপকার করার সুযোগ পেলেন। কিন্তু একই টাকা যদি ধার দেয়া হয়, তাহলে একই টাকা আপনি বার বার বিপদে পড়া মানষুকে দিয়ে সহযোগিতা করতে পারছেন, যে নিচ্ছে সে একইভাবে উপকৃত হচ্ছে। বরং দান গ্রহণ করার ক্ষেত্রে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তা তাকে পড়তে হচ্ছে না। মূল টাকা পুরোটাই থেকে যাচ্ছে, আবার সেই টাকা ব্যবহার করে অন্যেরা তাদের বিপদে বার বার উপকৃত হচ্ছে, কাউকে লজ্জায় পড়তে হচ্ছে না, টাকা লাগলে নিংসকোচে চাইতে পারছেন।
গত তিন বছরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে আমরা যে পাইলট প্রজেক্ট পরিচালনা করেছি, তার শতভাগ সফলতা আমাদেরকে জাতীয়পর্যায়ে কাজ শুরু করার শক্তি ও অনুপ্রেরণা যুগিয়েছে।
অনেক মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছাড়া কোন কার্যক্রমই সফলতার মুখ দেখে না। ‘দান নয়, ধার’ এই সংগঠনের শুরুর দিন থেকে প্রতিদিন, প্রতিনিয়ত যিনি তাঁর মূল্যবান সময় দিয়ে যাচ্ছেন, তিনি হলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর সৈয়দ হাফিজুর রহমান স্যার। স্যারের প্রতি রইলো আমার অগাধ সম্মান, ভালবাসা ও কৃতজ্ঞতা।
এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই ৩৩ জন পরপোকারী মানুষের প্রতি, যাদের ভালবাসায়, অর্থে যাত্রা শুরু হয়েছিল ’দান নয়, ধার’ কার্যক্রমের। আমার উদ্যোগের প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল আমার কাজ করার অনুপ্রেরণার মূল উৎস ।
'DANNOY-DHAR’ is a non-profit, non-political student-friendly welfare organization founded entirely on individual initiative.
In this transitory life, we are all involved in various economic activities including jobs, business and trade. This money meets our basic needs for survival. In addition to meeting basic needs, one of the determinants of a good life is the well-being of the soul.
Each person seeks this happiness differently. Pure benevolence, there is perhaps no other activity that gives you so much joy and happiness in devoting yourself to the dangers of others.
'DANNOY-DHAR’ is such an initiative of ours. There are various discomforts in conducting this work, but at the end of the day, when I see a student rescued from a sudden economic crisis, I forget all the hardships.
Donating or gifting some money to someone in distress only benefits him once, you also get a chance to benefit once. But if the same money is lent, then you can give the same money again and again to help the person in danger, the one who takes it is benefited in the same way. Rather, he does not have to go through the embarrassing situation of accepting donations. Millionaire businessmen are also taking loans. Again, your money remains yours. You can withdraw your money subject to availability of funds.
Over the past three years, the 100% success of the pilot projects we have conducted in the context of JU's science has inspired us to start working at the national level.
No activity can be successful without the direct and indirect cooperation of many people. Prof. Syed Hafizur Rahman Sir, who has volunteered every day since the beginning of this organization 'DANNOY-DHAR’ is the respected teacher of the Department of Environmental Science. I have immense respect, love and gratitude towards Dr. Syed Hafizur Rahman.
I also express my gratitude to the 33 generous people, whose love and money started the journey of 'DANNOY-DHAR’ . Their immense faith in my initiative was my main source of inspiration.