Frequently Asked Questions
Other Page
Frequently Asked Questions
’দান নয়, ধার’ এর প্রতিষ্ঠাতা মোঃ রকিবুল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (২৮ তম ব্যাচ) পরিবেশবিজ্ঞান বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের একজন সাবেক শিক্ষার্থী। জন্মস্থান : টাঙ্গাইল। বর্তমান বাসস্থান : কলাবাগান, ঢাকা (ভাড়া বাসা)। পেশা : ম্যানেজম্যান্ট কনসালটেন্ট ও ট্রেইনার, CQS।
বাংলাদেশের ৪০ টির অধিক প্রতিষ্ঠানে কোয়ালিটি ম্যানেজম্যান্ট সিস্টেম, এনভায়রনমেন্টাল ম্যানেজম্যান্ট সিস্টেম এবং হেলথ ও সেইফটি ম্যানেজম্যান্ট সিস্টেম বাস্তবায়ন করেছেন এবং ম্যানেজম্যান্ট সিস্টেম বাস্তবায়নে ট্রেনিং প্রদান করেছেন। মোঃ রকিবুল হোসেন ২০১২ সালে Centre for Quality Solution (CQS) নামে একটি কনসালটিং ফার্ম প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এখানেই কর্মরত আছেন।
শুরুতে ‘দান নয়, ধার‘ ছিল শুধুমাত্র একটি ধারনা। যারা একদম শুন্য জায়গায় অর্থ সহযোগিতা দিয়ে এই ধারনাকে বাস্তবে রুপ দিতে সহায়তা করেছেন সেই ৩৩ জন কন্ট্রিবিউটরদের আমরা বলি ’প্রতিষ্ঠাতা কন্ট্রিবিউটর’। তাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই ওয়েবসাইটে সকলের নাম ও পদবী উল্লেখ আছে। এখানে ক্লিক করুন ‘প্রতিষ্ঠাতা কন্ট্রিবিউটর’।
দান নয়, ধার পরিচালিত হয় পূর্ব নির্ধারিত ভিন্ন ভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে। প্রতিটি ব্রাঞ্চের সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ তাদের সাধ্যমতো টাকা ধার বা ডোনেশন হিসাবে দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে ফান্ড পর্যাপ্ত থাকা সাপেক্ষে ’দান নয়, ধার‘ ফান্ড থেকে সরাসরি সহযোগিতা করা হয়।
’দান নয়, ধার‘ পরিচালকগন সরাসরি ফেইসবুক প্রচারণার মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করে। ব্যক্তিদের কাছ থেকে অর্থ ধার (ফেরৎযোগ্য) অথবা ডোনেশন (অফেরৎযোগ্য) হিসাবে নেয়া হয়।
কোম্পানির কাছ থেকে যে ডোনেশন সংগ্রহ করা হয় তা স্পন্সর হিসাবে নেয়া হয়। যেহেতু স্পন্সর হিসাবে নেয়া হয়, তাই চুক্তি অনুযায়ী ফেইসবুকে পেইড ক্যাম্পেইনের মাধ্যমে ’দান নয়, ধার‘ এর পাশাপাশি উক্ত কোম্পানির প্রচারণা চালনা হয়।
’দান নয়, ধার’ মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ সুদমুক্ত একটি ঋণ কার্যক্রম। নির্ধারিত ব্রাঞ্চের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ধার দেয়া হয়। ব্রাঞ্চের যেকোন শিক্ষার্থী এই ধার নিতে পারবেন। ধার দেওয়ার ক্ষেত্রে ধনী, গরীব, মেধাবী বা কম মেধাবী, ধর্ম, গোত্র বিবেচনা করা হয়না।নিজের প্রয়োজনে যে কেউ ধার নিতে পারবেন।
* তবে নেশাগ্রস্থ বা কোন অপরাধে যুক্ত আছেন এমন কাউকে ধার প্রদান করা হয় না।
* ধার নেওয়ার পর আবেদনকারী কিভাবে এবং কতদিন পর ধার পরিশোধ করবেন সেই প্রতিশ্রুতির দৃঢ়তার উপরই ধার অনুমোদন হয়ে থাকে।
* অবেদনকারী অন্যের জন্য ধার নিতে পারবেন না।
ধার নেবার পূর্বে অবশ্যই ধার গ্রহণের শর্তাবলী ভালভাবে পড়ে নিবেন।
শিক্ষার্থীদের কল্যানে যেকোন প্রয়োজনে ধার প্রদান করা হয়। সবার জানার সুবিধার্থে কিছু উদাহরণ দেয়া হলো।
০১। মোবাইল ক্রয় করা।
০২। কম্পিউটার, ল্যাপটপ বা মনিটর ক্রয় করা।
০৩। নতুন বা পুরাতন সাইকেল ক্রয় করা।
০৪। বিভিন্ন কোর্স যেমন জি আর ই, আইলেটস , টোফেল করতে সহযোগিতা করা।
০৫। টিউশনি না থাকলে পড়াশুনা চালিয়ে নিতে অর্থনৈতিক সাপোর্ট।
০৬। চাকুরীর আবেদনপত্র ক্রয়।
০৭। একাডেমিক বা চাকুরির প্রস্তুুতিমূলক বই পুস্তুক ক্রয়।
০৮। অসুস্থতায় চিকিৎসা খরচে সাপোর্ট ।
০৯। উচ্চশিক্ষার্থে বাহিরে যেতে অর্থনৈতিক সহযোগিতা।
১০। পরিবারের অসচ্ছলতায় সাময়িকভাবে অর্থনৈতিক সাপোর্ট।
১১। পিতা-মাতার অসুস্থতায় চিকিৎসা খরচে সাপোর্ট।
১২। চাকুরিতে যোগদানের পূর্ব প্রস্তুতিতে অর্থনৈতিক সহযোগিতা।
১৩। পড়াশুনা চালিয়ে নিতে ছোট খাটো ব্যবসায় অর্থনৈতিক সহযোগিতা। ।
এমন যেকোন কল্যানকর কাজে ‘দান নয়, ধার’ সহযোগিতা করে থাকে। শিক্ষার্থীরা এই পর্যন্ত কোন কোন কাজে ধার নিয়েছেন তা জানতে এখানে ক্লিক করুন ।
কোন শিক্ষার্থী ধার নিতে ইচ্ছুক হলে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন। [ তবে আগামী ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটে মেরামতের কাজ চলায় ধার আবেদনের জন্য দান নয়-ধারের পেইসবুকের পেইজের ইনবক্সে যোগাযোগ করতে হবে। তারপর আপনাকে ধাপে ধাপে গাইড করা হবে।]
অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় কোন বিষয় জানার থাকলে আমাদের স্বেচ্ছাসেবকদের ফোন করতে পারবেন। আবেদনপত্র পূরণের পূর্বে চাইলে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারেন ( আমাদের স্বেচ্ছাসেবক সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, ফোন না ধরলে বিরক্ত হবেন না)।
এডমিন কর্তৃক আবেদনপত্র গৃহিত হলে, সংশ্লিষ্ট ব্রাঞ্চের ধার
অনুমোদনকারী শিক্ষক
বা ’দান
নয়, ধার’
এর অনুমোদিত প্রতিনিধি আবেদনকারীর তথ্য
যাচাই করেন এবং
আবেদনকারী প্রতিশ্রুতি রাখতে ও ধার
পরিশোধে সক্ষম
কিনা তা যাচাই
করে দেখেন। আবেদনকারী কোন আইন বিরুদ্ধ কাজে যুক্ত কিনা
এবং নেশাগ্রস্থ কিনা
তা যাচাই করে
চুরান্ত অনুমোদন দিয়ে থাকেন। তবে
ক্ষেত্র বিশেষে
’দান নয়,
ধার’ এর
এডমিন (প্রতিষ্ঠাতা, দান
নয়-ধার) সরাসরি
ধার প্রদানে চুরান্ত অনুমোদন দিতে
পারবেন।
ধার অনুমোদন হলে,
আবেদনকারীকে ম্যাসেজ ও ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
ইমেইলে আবেদনকারীর আইডি,
লগইন পাসওয়ার্ড দেয়া
হয়। আবেদনকারী অনলাইন
ফরম প্রিন্ট করে
স্বাক্ষর সহ
ইমেল করলে চেক
বা বিকাশের মাধ্যমে ধার প্রদান করা
হয়।
আবেদনকারী তার আইডি দিয়ে যেকোন সময় তার লোন স্ট্যাটাস দেখতে পারবেন। লোন পরিশোধের সময় হলে আবেদনকারীকে ফোনে বা মোবাইলে ম্যাসেজের মাধ্যমে
ধার পরিশোধের সময় সীমা ধার গ্রহীতার সাথে আলোচনার মাধ্যমে ঠিক করা হয়। সাধারনত ৩ মাস থেকে শুরু করে ৬ মাস পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হয়। বিশেষ ক্ষেত্রে ফান্ড পর্যাপ্ত থাকা সাপেক্ষে এক বছর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।
‘দান নয়, ধার’ সাধারণত এমন কাউকে ধার প্রদান কর না যে ধার প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ নয় বা ধার পরিশোধে সক্ষম নয়। ধার আদায়ে ব্যর্থ হলে প্রকৃতপক্ষে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই ব্যর্থ হবে এবংঅন্যান্য শিক্ষার্থীরা অর্থনৈতিক সহযোগিতা নেয়া থেকে বঞ্চিত হবে।
তাই ধার আদায়ে শক্তিশালি ভূমিকা রাখা হয়। প্রাথমিক পর্যায়ে ধার প্রদানে ব্যর্থ হলে তাকে বার বার সতর্ক করা হয়, বার বার রিমাইন্ডারে রেসপন্স না করলে, ধারের মেয়াদ বাড়িয়ে না নিলে কিংবা ধার প্রদানে সক্ষম হওয়া সত্বেও প্রতিশ্রুতি ভঙ্গ করলে, ধার পরিশোধ করার আগ পর্যন্ত আবেদনকারীর পূর্নাঙ্গ পরিচয় (ছবিসহ) ওয়েবসাইটের ‘আনকমিটেড মেম্বার’ পেইজে প্রকাশ করা হয়। তবে ধার পরিশোধে একবারেই অক্ষম হলে কমিটিতে আলোচনা সাপেক্ষে বিবেচনা করা হবে।
'দান নয়, ধার’ প্রতিষ্ঠান থেকে ধার নিতে কোন রকম জামানত বা গ্যারান্টর প্রয়োজন হয় না। কোন সার্টিফিকেট জমা নেয়া হয় না।ধার গ্রহীতার প্রতিশ্রুতিই আমাদের একমাত্র অবলম্বন।
ধারগ্রহীতা বা তার পরিবারের আর্থিক অবস্থা যাই হোক না কেন, দরিদ্র, মেধাবী, প্রতিভাহীন, প্রয়োজনে যে কেউ এই প্রতিষ্ঠান থেকে ধার নিতে পারেন।
ধার বা ডোনেশন
প্রদানকারীরা অবশ্যই
তাদের প্রয়োজনেও ধার
নিতে পারবেন। চাইলে
ধার প্রদানকারীরা ফান্ড
পর্যাপ্ত থাকা
সাপেক্ষে নিজেদের ধার ফেরৎও নিতে
পারবেন।
‘দান নয়, ধার’ প্রতিষ্ঠানের সকল অর্থ অগ্রনী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় আছে।
‘দান নয়-ধার’ এর হিসাব একাউন্ট এর বিবরণ
# ব্যাংকের নাম : অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
# একাউন্ট নাম : দান নয়-ধার (DANNOY-DHAR)
# একাউন্ট নম্বর : ০২-০০০২০৩২১৬৪৯
# সুইফট কোড : AGBKBDDH
# রাউটিং নম্বর : 010262267
একাউন্ট পরিচালিত হয়
প্রফেসর ড. সৈয়দ হাফিজুর রহমান (স্যার)
মো: রকিবুল হোসেন
‘দান নয়, ধার‘ কার্যক্রমে হিসাবের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়:
১। যারা কন্ট্রিবিউট করেন তাদের ছবি, নাম-পদবী ও টাকার পরিমাণসহ বিস্তারিত ওয়েবসাইটে উল্লেখ থাকে। মোট কত টাকা জমা হয়েছে তা সবাই দেখতে পারেন। এখানে ক্লিক করুন।
২। যেসমস্ত কোম্পানি স্পন্সর করেছেন তার বিস্তারিত ওয়েবসাইটে উল্লেখ করা হয়। মোট কত টাকা স্পন্সর হিসাবে জমা হয়েছে তা সবাই দেখতে পারেন। এখানে ক্লিক করুন।
৩। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই কার্যক্রমের সবকিছুই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচালিত হয়। ওয়েবসাইট মেইনটিনেন্স ও সোশ্যাল মিডিয়ায় পেইড ক্যাম্পেইন ছাড়া এখানে কোন পরিচালন ব্যয় নেই। তাই বাড়তি খরচ দেখিয়ে অসৎ উপায় অবলম্বন করার কোন সুযোগ নেই। তবে প্রতিষ্ঠান অনেক বড় হলে কিছু পরিচালন ব্যয় শুরু হতে পারে যা আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।
৪। সকল আয়-ব্যায়ের হিসাব ওয়েবসাইটে আপডেট রাখা হয়।
৫। আগামী জুলাই মাস থেকে প্রতিমাসের ব্যাংক স্টেটমেন্ট সাইটে সকলের জন্য উন্মুক্ত থাকবে।
৫। পঞ্চাশ হাজার টাকার উপরে কন্ট্রিবিউট করেছেন এমন সদস্যরা যেকোন সময় যেকোন বিষয় অডিট করতে পারবেন। (যদিও সবকিছু ওয়েবসাইটে প্রকাশ করা হবে।)
৭। যারা ধার নিবেন ওয়েবসাইটে তাদের নাম, পরিচয় ও মোবাইল নং উন্মুক্ত থাকবে না। কন্ট্রিবিউটরা (২০ হাজার টাকার উপরে ডোনেট করেছেন এমন সদস্য) চাইলে যেকোন সময় তাদেরকে ফোন করে নিশিচ্ত হতে পারবেন।
৮। স্বচ্ছতা নিশ্চিতকরণে সকলের সুপারপর্শ সাদরে গ্রহণ করা হবে ও উপরিল্লোখিত বিষয় ছাড়াও আরো কোন বিষয় থাকলে তা বিবেচনা করা ও বাস্তবায়ন করা হবে।
ধার প্রদানকারীরা ফান্ড
পর্যাপ্ত থাকা
সাপেক্ষে যেকোন
সময় ধারের টাকা
ফেরৎ নিতে পারবেন। তবে একবছরের পূর্বে
টাকা ফেরৎ নিলে
ধার প্রদানকারীকে ‘দান নয়, ধার’ পক্ষ থেকে
কোন ক্রেডিট দেয়া
হবে না, ওয়েবসাইটে তার কোন ডাটা
সংরক্ষণ করা
হবে না। একবছর
অতিক্রম হলে
টাকা ফেরৎ নিলেও
তাঁকে সম্মানসূচক ক্রেডিট দেয়া হবে এবং
তার অবদানের জন্য
আজীবন ’দান
নয়, ধার’
এর ওয়েবসাইটে তার
অবদানের বিষয়
স্বীকৃতি দেয়া
হবে।
ডোনেশন প্রদানকারীদের কোন
অর্থ ফেরৎ যোগ্য
নহে। যেকেউ তার
ধারের টাকা ডোনেশন
হিসাবে রুপান্তর করতে
পারবেন।
এই মুহুর্তে জাবি’র বাহিরে ’দান নয়, ধার’ ফান্ডের কোন কার্যক্রম নেই। তবে ফান্ড প্রাপ্তির উপর ভিত্তি করে খুব শিঘ্রই জাবি’র বাহিরে অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে ব্রাঞ্চ খোলা হবে। তবে টাকা ধার দেওয়ার সময় ধার প্রদারকারী যে ব্রাঞ্চে তার অনুদান রাখবেন, তার টাকা সেই ব্রাঞ্চেই ব্যবহ্রত হবে।
এই মুহুর্তে ‘দান নয়, ধার’ ফান্ডে শুধুমাত্র ওয়েবসাইট ব্যবস্থাপনা ছাড়া কোন প্রকার পরিচালন ব্যয় নেই। সবকিছুই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করা হয় এবং এই ব্যয় বহন করা হয় ডোনেশন বা কোম্পানি স্পন্সরের অর্থ থেকে। এইসকল হিসাব এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এই মুহুর্তে, 'DANNOY-DHAR' তহবিলে জমা করা কোনও টাকা অন্য কোনও ব্যবসায় বিনিয়োগ করা হয় না। তবে ভবিষ্যতে কোম্পানি বড় হলে, জমার পরিমাণ বেশি হলে, অর্থ অলস পড়ে থাকলে পরিচালনা পর্ষদের সম্মতিতেসম্পূর্ণ ঝুঁকিমুক্ত বিনিয়োগ ব্যবসা হলে বিনোয়োগ হতে পারে। কিন্তু এর সম্ভাবনা খুবই কম।।
যাকাতের কোন অর্থ ‘দান নয়-ধার’ গ্রহণ করে না। যেহেতু আপনি ধার দিচ্ছেন এবং তা ফেরৎযোগ্য তাই যাকাতের টাকা ‘দান নয়-ধার’ ফান্ডে দেয়া সম্পূর্ণ নিষেধ। কেউ দিয়ে থাকলে এর দায়ভার তাঁর নিজের।
দান - ইসলামের দৃষ্টিতে যা সওয়াব বা নেকী হাসিলের নিয়তে দেয়া হয়। যা গোপনে করা উত্তম। সাধারনত গরীব-দুখী- অসহায়, মিসকিন, মাদ্রাসার এতিম ও গরীব বাচ্চাদের জন্য দিয়ে থাকি। তাই ইসলামের পরিভাষায় যাকে ’দান’ বলছি সেই রকম কোন অর্থ ’দান,নয়-ধার’ কার্যক্রমে প্রদান করাকে আমরা অনুৎসাহিত করি। কারন আমরা এই অর্থ অন্যকে ধার হিসাবে দিবো এবং নির্দিষ্ট সময় পরে ফেরৎ নিবো। হিসাবের স্বচ্ছতা নিশ্চিতকরণে তা অবশ্যই প্রকাশ্যে দিতে হয়।
তবে আমরা ‘ডোনেশন’ গ্রহণ
করি। ডোনেশন এর
আভিধানিক অর্থ
’দান’
হলেও এইটাকে আমরা
চাঁদা বা আর্থিক
সহযোগিতা হিসাবে
বিবেচনা করছি।
তবে ইসলামে যেহেতু
ধার প্রদান করাও
একধরণের ইবাদত
বা সওয়াবের কাজ।
তাই নিজের হালাল
উপার্জন আল্লাহর সন্তুষ্টির জন্য
অপরের কল্যাণে সহযোগিতার নিয়তে দিলে ( যা
বার বার অন্যকে
ধার হিসাবে প্রদান করা হবে) তা
অবশ্যই একটি নেকী
বা সওয়াবের কাজ
হিসাবে মহান আল্লাহ
রব্বুল আলামিন গ্রহণ
করবেন।
‘দান
নয়, ধার’ ফান্ডের জমাকৃত
টাকা মুনাফা বা
লাভ পাওয়ার আশায়
এফডিআর বা সুদ
আসে এমন স্থানে
কখনই জমা করা
হবে না।
'দান নয়, ধার' ফান্ডের অর্থ অন্য কোন দাতব্য কাজে যেমন- দান করা, বৃত্তি প্রদান, অসহায় মানুষকে সহযোগিতা ইত্যাদি করা হবে না। এমন কোন পরিকল্পনা ভবিষতে গ্রহণ করলে তা আলাদা ফান্ড সংগ্রহ করে করা হবে।
এখন পর্যন্ত ‘দান নয়-ধার‘ কার্যক্রমের সকল পরিকল্পনা, ধার সংগ্রহ করা, ধার প্রদান করা, ধার ফেরৎ আনা, ওয়েবসাইট তৈরীর পরিকল্পনা, ওয়েবসাইটের যাবতীয় তথ্য উপস্থাপনা ও অলংকরণ, স্পন্সর ম্যানেজ করা ইত্যাদি সবকিছু ’দান নয়-ধার’ এর প্রতিষ্ঠাতা মোঃ রকিবুল হোসেনের সিদ্ধান্ত ও পরিকল্পনার উপর প্রতিষ্ঠিত।
'দান নয়- ধার‘ ব্যাংক একাউন্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক, সম্মানিত প্রধান উপদেষ্টা ড. সৈয়দ হাফিজুর স্যার এবং ’দান নয়-ধার’ এর প্রতিষ্ঠাতা মোঃ রকিবুল হোসেনের এর নামে করা হয়েছে। ব্রাঞ ০১ এর সকল ধার গ্রহণ ও ধার প্রদান স্যারের মূল্যবান সময় ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
তবে এই কার্যক্রম আগামী জুন মাস থেকে জাতীয় পর্যায়ে শুরু করতে যাচ্ছি ইনশাহআল্লাহ। প্রত্যাশা করছি আরো অনেক মানবহিতৈষী মানুষ এখানে কন্ট্রিবিউশন করবেন এবং মূল্যবাণ সময় ও স্বেচ্ছাশ্রম দিয়ে এই কার্যক্রমকে এগিয়ে নিবেন। পরবর্তিতে যারা যুক্ত হবেন তাদের মধ্যে থেকে সেরা কন্ট্রিবিউটরদের কে নিয়ে একটি পরিচালক কমিটি গঠন করা হবে। তাদের সিদ্ধান্তে এই কার্যক্রম পরিচালিত হবে। এবং আগামী একবছরের মধ্যে সেরা ৭ জন কন্ট্রিবিউটরদের নিয়ে একটি রেজিস্টার্ড ফাউন্ডেশন তৈরী করা হবে ইনশাহআল্লাহ।
বর্তমানে ‘দান নয়-ধার’ শুধুমাত্র জাবি’র পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠাতা মোঃ রকিবুল হোসেন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক ড. সৈয়দ হাফিজুর রহমানের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়ে আসছে।
তবে এই কার্যক্রম আগামী মে মাস
থেকে জাতীয় পর্যায়ে শুরু করতে যাচ্ছি
ইনশাহআল্লাহ। প্রত্যাশা করছি আরো অনেক
মানবহিতৈষী মানুষ
এখানে কন্ট্রিবিউশন করবেন
এবং মূল্যবাণ সময়
ও স্বেচ্ছাশ্রম দিয়ে
এই কার্যক্রমকে এগিয়ে
নিবেন। পরবর্তিতে যারা
যুক্ত হবেন তাদের
মধ্যে থেকে সেরা
কন্ট্রিবিউটরদের কে
নিয়ে একটি পরিচালক কমিটি গঠন করা
হবে। তাদের সিদ্ধান্তে এই কার্যক্রম পরিচালিত হবে। এবং আগামী
একবছরের মধ্যে
সেরা ৭ জন
কন্ট্রিবিউটরদের নিয়ে
একটি রেজিস্টার্ড ফাউন্ডেশন তৈরী করা হবে
ইনশাহআল্লাহ।
নোট: সেরা কন্ট্রিবিউটর নির্বাচিত হবেন
আর্থিক অনুদান ও
স্বেচ্ছাশ্রম প্রদানের উপর ভিত্তি করে।
কেউ আগ্রহী না
হলে প্রতিষ্ঠাতা নিজেই
ধীরে ধীরে ‘দান নয়, ধার‘ এর কার্যক্রম সামনের দিকে এগিয়ে
নিয়ে যাবেন।
নামমাত্র অনুদান
ও স্বেচ্ছাশ্রম দিতে
আগ্রহী যেকেউ 'দান নয়, ধার’ এর কমিটিতে সদস্য হওয়ার জন্য
বিবেচিত হতে
পারেন। অধিকসংখ্যক মানুষ
আগ্রহী হলে আর্থিক
অনুদান ও স্বেচ্ছাশ্রম প্রদানের উপর
ভিত্তি করে পরিচালনা কমিটিতে যুক্ত
হতে পারেন। কেউ
আগ্রহী না হলে
প্রতিষ্ঠাতা নিজেই
ধীরে ধীরে কার্যক্রম সামনের দিকে এগিয়ে
নিয়ে যাবেন।
সামান্য পরিমাণ অর্থ(কমপক্ষে এক হাজার টাকা)অনুদান বা ধার হিসাবে রেখে ‘দান নয়, ধার‘ কার্যক্রমের ওয়েবসাইটে কন্ট্রিবিউটর হিসাবে একটি আইডি নিতে হবে। তারপর কি কাজ করতে পারবেন, কখন সময় দিতে পারবেন এইসব বিষয় নিয়ে বর্তমান পরিচালকদের সাথে আলোচনা করে স্বেচ্ছাসেবক হিসাবে যুক্ত হতে পারবেন। স্বেচ্ছাসেবক সংশ্লিষ্ট পেইজ দেখতে এখানে ক্লিক করুন।
শুরুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বা ছাত্র
কল্যাণ সমিতির অধীনে
’দান নয়-ধার’ এর শাখা
খুলতে চাই। কেউ
’দান নয়-ধার’ এর শাখা
খুলতে চাইলে বর্তমান পরিচালকদের সাথে
আলোচনা করতে হবে।
কোন একজন স্বেচ্ছাসেবক আপনাকে
সবকিছু বুঝিয়ে বলবেন
এবং গাইড করবেন।
‘দান
নয়, ধার’ ফান্ডে ধার, ডোনেশন
বা স্পন্সর দিতে
চাইলে সরাসরি এই নম্বরে ফোন করুন- ০১৩২০-৩০০-৫৫৫।
’দান নয়,
ধার’ এর
ফেইসবুক পেইজও
নক দিতে পারেন।
১। ধার নিতে চাইলে, প্রথমে নাম, বিভাগ, ব্যাচ, হলের নাম ও মোবাইল নম্বর দিয়ে দান নয়-ধার এর ফেইসবুক পেইজের ইনবক্সে জানাতে হবে এবং অপেক্ষা করতে হবে। এই মুহুর্তে অতি ইমাজেন্সি কোন ধার আমরা প্রসেস করি না।
২। পেইজ এডমিন প্রাথমিকভাবে ধার প্রদানের সিদ্ধান্ত নিলে, আপনাকে পেইজে নিম্নলিখিত তথ্য প্রদানের জন্য অনুরোধ করবে বা অনলাইন ফরম পূরণের জন্য অনুরোধ করবে।
1. Applicant Name:
2. Mobile:
3. Email:
4. Name of the Institution: Jahangirnagar University
5. Associated Department:
6. University Batch No:
7. Department Batch No:
8. Roll No:
9. Gender: Male
10. Religion:
11. Profession: Student (Present)
12. Designation with Institution:
13. Present Address:
14. Facebook ID Link :
15. Reference By:
16. Expected Loan:
17. Payment Plan:
18. Purpose of Loan:
19. Home District:
20. Blood Group:
*ফরম পুরণের সময় ১৮ নং পয়েন্ট টি ভালোভাবে লিখতে হবে, লোন আপনার কেন প্রয়োজন তা গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে। এখন থেকে লোন দেওয়ার সিদ্ধান্ত নিলে তাকে এনআইডি কপি দিতে হবে।
৩। আপনার প্রয়োজনটি যথার্থ মনে হলে, পেইজ এডমিন আপনার সাথে কথা বলবেন, ধার নেওয়ার Terms and Conditions (ওয়েবসাইটে দেয়া আছে) সম্পর্কে আপনাকে অবহিত করবেন। ধার কিভাবে পরিশোধ করবেন সে সম্পর্কে আপনার আত্নবিশ্বাস যাচাই করা হবে। সবঠিক মনে হলে আপনাকে ধার গ্রহণের উপযক্ত মনে করা হবে।
৪। যেহেতু আমরা ধার প্রদানের ক্ষেত্রে কোন রকম ফি নেই না, সুদ বা কোন রকম অতিরিক্ত টাকা গ্রহণ করি না, কোন জামানত বা গ্যারান্টর রাখি না। তাই ধার প্রদানের ক্ষেত্রে আমরা তথ্য সংগ্রহরে ক্ষেত্রে খুব সিরিয়ার। তাই এই ধাপে আমরা আমাদের ক্যাম্পাস কোঅরডিনেটর (স্বেচ্ছাসেবক) এর মাধ্যমে বা পরিচিত কাউকে দিয়ে ভেরিফাই করি দেখি।
ভেরিফিকেশনে শুধুমাত্র সে নেশাগ্রস্থ কিনা বা অন্যকোন অসামাজিক কার্যকলাপে জরিত কিনা তা যাচাই করা হয়।
যাচাই কার্যক্রম শেষ হলে তাকে চেকের (অগ্রণী ব্যাংক) মাধ্যমে লোন দেয়া হয়। চেক প্রদানের সময় তাকে পুনরায় আমাদের Terms and Conditions সম্পর্কে জানানো হয়।
========================
ধার গ্রহণের আলোচনার জন্য অবশ্যই আমাদের পেইজের ইনবক্সে নক দিতে হবে। আমার পার্সোনাল (রকিবুল হোসেন) ইনবক্সে নয়।
যেহেতু আমাদের ফান্ড খুবই সীমিত, তাই প্রতিমাসে ৮০ -৯০ হাজারের বেশী এই মুহুর্তে দেয়া সম্ভব হচ্ছে না। এই টাকা আমরা আবেদন এর ভিত্তিতে ৮ থেকে ১০ জনকে দেওয়ার চেষ্টা করি।
**‘দান নয়, ধার’ কার্যক্রমের পরিচালনার সুবিধার্থে উপরোক্ত শর্তসূমহ কমিটি বা প্রধান উদ্যেক্তার সিদ্ধান্তে পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল হতে পারে।
প্রতিটি ব্রাঞ্চে ধার অনুমোদনের জন্য একজন শিক্ষক থাকবেন বা এমন একজন প্রতিনিধি থাকবেন যিনি সবাইকে চিনেন এবং জানেন। কোন স্যালারী বা সম্মানী দেয়া হয় না।
ওয়েবসাইটে ধারগ্রহীতার নাম প্রকাশ ঐচ্ছিক
রাখা হয়েছে। তবে
১০ হাজার টাকার
উপরে অনুদান করেছেন
এমন যেকেউ যখন
তখন ’দান
নয়, ধার’
কার্যক্রমের অফিসে
এসে সকল তথ্যে
এক্সেস নিতে পারবেন। বিশেষ ক্ষেত্রে যেকেউ
এই সুযোগ নিতে
পারবেন।
এই কার্যক্রমের অনেকগুলি গুরুত্বপূর্ন কাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিনটি যার সাথে এই কার্যক্রমের সফলতা নির্ভর করে।
১। ধার প্রদানের টাকা সংগ্রহ করা বা ফান্ড বৃদ্ধি করা।
২। সঠিক ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীকে বেছে নিয়ে ধার প্রদান করা
৩। সময়মতো ধারের টাকা ফেরৎ নেয়া এবং তা আবার সঠিক শিক্ষার্থীকে প্রদান করা।
প্রতিষ্ঠার তিন বছরের অভিজ্ঞতার আলোকে বলতে চাই- ধারের টাকা ফিরিয়ে নিয়ে আসা একটি কঠিন ও খবুই অস্বস্তিকর ও পীড়াদায়ক কাজ। টাকার জন্য রিমাইন্ডার দিলে ৮৫ % ধার গ্রহীতা খুব সহজেই টাকা পরিশোধ করে থাকে, ১০ % কে কয়েকবার নক করতে হয় এবং বাকি ৫% এর নিকট টাকা তোলা খুবই কঠিন। যাই হোক আশার কথা এইযে, সবার কাছ থেকেই টাকা ফেরৎ আনা সম্ভব। এবং দান নয়, ধার গত তিন বছরে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। দুই লক্ষ ছাব্বিস হাজার টাকায় (২,২৬,০০০/-) ধার দেয়া হয়েছে মোট চার লক্ষ সত্তর হাজার পাঁচশত টাকা (৪,৭০,৫০০/-) অর্থাৎ তিন বছরে মূলটাকা টাকা ফেরৎ এসেছে দুইবার।
পরিচালকদের পক্ষ থেকে ধার আদায়ে শক্তিশালি ভূমিকা রাখা হয়। প্রয়োজনে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা হয়।
প্রাথমিক পর্যায়ে তিনি ঋণ পরিশোধে ব্যর্থ হলে, তাকে বারবার সতর্ক করা হয়, যদি তিনি বারবার অনুস্মারকের জবাব না দেন, যদি তিনি ঋণের মেয়াদ বৃদ্ধি না করেন বা ঋণ পরিশোধ করতে সক্ষম হওয়া সত্ত্বেও যদি তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন তবে আবেদনকারীকে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত 'DANNOY-DHAR' থেকে তিরস্কার করা হয়। পরিচয় (ছবি সহ) ওয়েবসাইটের 'আনকমিটেড মেম্বার' পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।
এই পদ্ধতিটি ব্যবহার করে আমরা বিশ্বাস করি যে একজন স্ব-মর্যাদাশীল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটি বহন করতে সক্ষম হওয়া সত্ত্বেও ঋণের জন্য কখনই খেলাপি হবে না। কেউ সম্পূর্ণ অযোগ্য হলে নীতিমালা অনুযায়ী তাকে অনেক সময় দেওয়া হয় এবং সম্পূর্ণ ব্যর্থ হলে ঋণ ফেরত নেওয়া হয় না।
Context of establishment of 'DANNOY-DHAR':
Some philanthropists of the department were providing financial support to younger brothers and sisters who were suddenly in danger during the Corona crisis. Then this idea came to my mind. I was thinking - there are many who would hesitate to take this help, and would be embarrassed. It won't work if you don't take it again. Many will not come willingly. He has to be found which is very difficult. The money that comes in aid can be distributed among only a few people.
The most important thing I thought was - today that student is accepting donations or support, after a few days he will be a BCS cadre, or a teacher, or a senior official of any other institution. Then this gift will make him suffer, he will suffer from inferiority. It will create a mental discomfort.
Just then I thought, if we lend the same money without donation or cooperation, then the students can be rescued from the sudden danger by lending the same money to many other people for the whole life instead of one person. Our money will stay with us, and many people will be benefited. Just as donation is an act of worship or good deed in Islam, lending is also an act of worship or good deed.
The thought is the action. Post my ideas on the department's Facebook group. We started the main activities with the help of many people. I give the name 'don't give, borrow'. This program started with two lakh twenty six thousand taka (2,26,000/-) given by a total of 33 students (founding contributors) of the Department of Environmental Science. Till date four lakh seventy thousand five hundred taka (4,70,500/-) has been lent 57 times to 37 people. A minimum of Three thousand taka (3000/-) and a maximum of Twenty thousand (20,000/-) taka has been loaned to a person.
Md Rakibul Hossain, the founder of 'Don't Donate, Borrow', is a former student of the first batch of Environmental Science Department of Jahangirnagar University (28th batch). Place of Birth: Tangail. Present residence: Kalabagan, Dhaka (rented house). Occupation: Management Consultant & Trainer, CQS.
Implemented Quality Management System, Environmental Management System and Health & Safety Management System in more than 40 organizations in Bangladesh and provided training on management system implementation. Md Rakibul Hossain founded a consulting firm called Center for Quality Solution (CQS) in 2012 and is currently working here.
In the beginning, 'DANNOY-DHAR' was just an idea. We call those 33 contributors 'Founding Contributors' who have helped make this idea a reality by providing financial support from nothing. Their names and titles are mentioned on this website to commemorate their contributions. Click on 'Founding Contributor'.
'DANNOY-DHAR' is administered through pre-determined different branches. The concerned past and present students of each branch lend money or donate as much as they can. In many cases support is provided directly from the 'DANNOY-DHAR' fund subject to availability of funds.
'DANNOY-DHAR' managers collect funds directly from individuals or organizations through Facebook campaigns. Funds are taken from individuals as loans (refundable) or donations (non-refundable).
The donation collected from the company is taken as sponsorship. Since being taken as a sponsor, as per the agreement, the company will run campaigns on Facebook along with 'DANNOY-DHAR' through paid campaigns.
'DANNOY-DHAR' is essentially a completely interest-free loan program for university students. This loan is given to university students through designated branches. Any student of the branch can take this loan. Rich, poor, talented or less talented, religion, caste are not considered in lending. Anyone of a branch can take a loan according to their needs.
* But no loan is granted to a person who is intoxicated or involved in any crime.
* After taking the loan, the loan is sanctioned on the strength of the applicant's commitment as to how and after how long the loan will be repaid.
* Applicant cannot borrow for others.
Before taking a loan, read Terms and Conditions carefully.
Loans are provided for any need in the welfare of students. Some examples are given for everyone's convenience.
1. Buying mobile.
2. Purchase of computer, laptop or monitor.
3. Buying a new or used bike.
4. Assisting in various courses like GRE, IELTS, TOEFL.
5. Financial support to continue studies if tuition is not available.
6. Purchase of job applications.
7. Purchase of academic or job preparatory books.
8. Support for medical expenses in case of illness.
9. Financial assistance to go abroad for higher education.
10. Temporary financial support in the family's financial situation.
11. Support for medical expenses in case of illness of parents.
12. Financial assistance in pre-employment preparation.
13. Financial assistance to small businesses to continue education.
'Dannoy-Dhar' helps in any such charitable work. Click here to know what works students have borrowed so far.
If a student is willing to take a loan, he/she should apply through this website. Click here to apply If you have any questions while filling the online application form, you can call our volunteers. If you want, you can discuss with us in detail before filling the application form (all our volunteers are busy with their own work, don't get upset if you don't pick up the phone).
On receipt of the application form by the administrator, the loan approving teacher of the concerned branch or authorized representative of 'DANNOY-DHAR' verifies the applicant's information and verifies whether the applicant is able to keep the commitment and repay the loan. After verifying whether the applicant is involved in any illegal activities and is under the influence of drugs, the loan is granted. However, in special cases, the admin (founder, of this initiative) of ''DANNOY-DHAR'' can give full approval for direct lending.
If the loan is approved, the applicant is notified through SMS and email. Applicant's ID, login password is given in the email. The loan is disbursed by check or Bkash when the applicant prints the online form and emails it with signature.
Applicant can check his loan status anytime with his ID. When it is time to repay the loan, the applicant is given a reminder by phone or mobile message. In case of not responding to repeated reminders, not extending the loan period or breaking the promise despite being able to repay the loan, the full identity of the applicant (with photo) is published on the 'Uncommitted Member' page of the website until the loan is repaid.
The loan repayment time limit is fixed by negotiation with the borrower. Generally the tenure is fixed from 3 months to 6 months. In special cases the period is fixed up to one year subject to sufficient funds.
A 'DANNOY-DHAR' will generally not lend to someone who is not committed to the loan or unable to repay the loan. Failure to collect the loan will actually fail the main objective of this institution and the students will be deprived of the assistance.
Therefore, a strong role is played in debt recovery. If he fails to pay the loan at the initial stage, he is repeatedly warned, if he does not respond to repeated reminders, if he does not extend the loan period or if he breaks the promise despite being able to pay the loan, the full identity of the applicant (with photo) will be made an 'uncommitted member' of the website until the loan is paid. ' published on the page.
However, if unable to repay the loan at once, it will be considered subject to discussion in the committee.
No collateral or guarantor is required to borrow from 'Dannoy-Dhar' institutions. No certificate is submitted. The promise of the donor is our only recourse.
Poor, talented, untalented, anyone in need can borrow from this institution, regardless of the financial situation of the borrower or his family. .
Borrowers or Donors must also borrow for their needs. If desired, lenders can take back their own loans subject to sufficient funds.
All the funds of the 'Don't Donate, Borrow' organization are in Agrani Bank, Jahangirnagar University Branch. H
Account is managed by
Professor Dr. Syed Hafizur Rahman (Sir)
Md. Rakibul Hossain
100% transparency in accounting is ensured in the 'DANNOY-DHAR' program:
1. Those who contribute are mentioned on the website with their picture, name and amount of money. Everyone can see how much money has been deposited. Click here.
2. Details of all the sponsored companies are mentioned on the website. Everyone can see the total amount of money deposited as sponsors. Click here.
3. The most important thing is that everything in this program is run by volunteers. Apart from website maintenance and paid campaigns on social media, there are no operational costs. So there is no chance of resorting to dishonest means by showing extra cost. However, if the organization is very large, some operating expenses may start which will be fixed on the basis of negotiation.
4. All income and expenditure accounts are kept updated on the website.
5. Monthly bank statements will be open to all on the site from next July.
5. Members who have contributed above fifty thousand taka can audit any matter at any time. (Although everything will be published on the website.)
7. Name, identity and mobile number of borrowers will not be exposed on the website. Contributors (members who have donated more than twenty thousand taka) can call them anytime to inquire.
8. To ensure transparency, everyone's suggestions will be welcomed and apart from the above, if there are any other issues, they will be considered and implemented.
Lenders can withdraw the loan at any time subject to sufficient funds. However, if the money is withdrawn before one year, no credit will be given to the borrower from the 'DANNOY-DHAR' side, and no data will be stored on the website. After one year, even if the money is withdrawn, he will be given an honorary credit and his contribution will be recognized on the 'DANNOY-DHAR' website for life.
Donations are non-refundable. Anyone can convert his borrowed money as a donation.
Currently, there are no activities of the "DANNOY-DAHR" fund outside of Jahangirungar University. However, branches will soon be opened in other universities besides JU, depending on the availability of funds.
However, for money lending, the money is used at the branch where the lender keeps the donation.
At the moment the 'DANNOY-DHAR' fund has no operating expenses other than website management. Everything is done on a voluntary basis and these expenses are covered by donations or money from company sponsors. These accounts are published on the website of this institution.
At this point, no money deposited in the 'DANNOY-DHAR'' fund is invested in any other business. However, if the company is big in the future, if the amount of deposit is high, the money is lying idle, then business with the consent of the board of directors , it can be invested for completely risk-free. But its probability is very low.
Zakat does not accept any means of 'DANNOY-DHAR'. Since you are lending and it is repayable, it is completely prohibited to give Zakat money to 'DANNOY-DHAR' fund. If someone gives it, it is his own responsibility.
DAAN - In the eyes of Islam, that which is given with the intention of reward or good results. Which is best done secretly. Usually I give to the poor, needy, poor, madrasa orphans and poor children. Therefore, we discourage giving any money, which we call 'DAAN' in Islamic terms, to 'DANNOY-DHAR'. Because we will lend this money to others and take it back after a certain period of time. Accounts must be made public to ensure transparency.
But we do accept 'donations'. Although the literal meaning of donation is 'DAAN', we are considering it as donation or financial support. However, in Islam, lending is also a form of worship or reward. Therefore, if one gives one's halal earnings for the sake of Allah to contribute to the welfare of others (which will be given to others as a loan again and again) it must be accepted by Allah Almighty as a good deed or reward.
Money deposited in the 'DANNOY-DHAR' Fund shall never be deposited where FDR or interest accrues in the hope of earning profit or gain.
Not donation, loan fund money will not be used for any other charitable work such as donation, scholarship, helping needy people etc. If any such plan is adopted in future, it will be done by raising separate funds.
So far, all the planning of 'DANNOY-DHAR' activities, collecting loans, disbursing loans, bringing back loans, website creation plan, presenting all the information and decoration of the website, managing sponsors, etc. are all done by the decisions and plans of Md. Rokibul Hossain, Founder, 'DANNOY-DHAR'.
Bank account of 'DANNOY-DHAR' is conducted by Professor Dr. Syed Hafizur Rahman Sir and Md Rakibul Hossain, Founder DANNOY-DHAR. All the borrowing and lending of Branch 01 has been managed by Professor Dr. Syed Hafizur Rahman .
However, we are going to start this program at the national level from next June 2023, inshallah. Hope many more philanthropic people will contribute here and advance this program with valuable time and volunteering.
A steering committee will be formed with the best contributors from among those who join later. This activity will be conducted on their decision. And within the next one year, a registered foundation will be created with the best 7 contributors, InshaAllah.
Presently, 'DANNOY-DHAR' in the department of Environmental sciences, Jahangirnagar university, is being managed under the direct supervision of respected teacher Professor, Dr. Syed Hafizur Rahman and Md. Rokibul Hossain, Founder, 'DANNOY-DHAR'.
However, we are going to start this program at the national level from next May 2023, inshallah. Hope many more philanthropic people will contribute here and advance this program with valuable time and volunteering. A steering committee will be formed with the best contributors from among those who join later. This activity will be conducted on their decision. And within the next one year, a registered foundation will be created with the best 7 contributors, InshaAllah.
Note: Best Contributor will be selected based on both financial and voluntary contribution. If no one is interested, the founder himself will gradually take forward the program of 'DANNOY-DHAR'.
Anyone interested in making a nominal donation and volunteering can be considered for membership in the 'DANNOY-DHAR' committee. If more people are interested, they can join the steering committee based on financial donations and volunteering. If no one is interested, the founder himself will slowly move the process forward.
Donate (as loan) a small amount of money (Tk. 1000) and take an ID as a contributor on the website of the 'DANNOY-DHAR' program. Then you can join as a volunteer by discussing with the concerned persons what you can do, when you can give time etc. Click here to view the volunteer page.
Initially, I would like to open a branch of 'DANNOY-DHAR' in various departments of different universities of the country or under Student Welfare Association. If someone wants to open a branch of 'DANNOY-DHAR' they have to discuss with the Concerned persons of of this initiative. A volunteer of 'DANNOY-DHAR' will explain and guide you through everything.
.
If you want to lend, donate or sponsor the 'don't donate, borrow' fund, call this number directly - 01320-300-555. You can also visit the Facebook page of DANNOY-DHAR.
.
1. If you want to borrow, first you have to inform the name, section, batch, hall name and mobile number in the inbox of DANNOY-DHAR Facebook page . We do not process any emergency loans at this time.
2. Page admin will ask you to provide the following information on the page or fill up the online form if the initial decision of the loan is made.
1. Applicant Name:
2. Mobile:
3. Email:
4. Name of the Institution: Jahangirnagar University
5. Associated Departments:
6. University Batch No:
7. Department Batch No:
8. Roll No:
9. Gender: Male
10. Religion:
11. Profession: Student (Present)
12. Designation with Institution:
13. Present Address:
14. Facebook ID Link:
15. Reference By:
16. Expected Loan:
17. Payment Plan:
18. Purpose of Loan:
19. Home District:
20. Blood Group:
* Point 18 should be written well while filling the form, why you need the loan should be emphasized. If he decides to give a loan from now on, he will have to give the NID copy.
3. If your requirement seems valid, the Page Admin will talk to you, inform you about the Terms and Conditions of DANNOY-DHAR (given on the website). Your confidence will be tested on how to repay the loan. If everything seems right you will be considered eligible for borrowing.
4. As we do not charge any fees, interest or any additional money in lending, we do not keep any collateral or guarantor. So we are very serious about data collection when it comes to lending. So in this step we verify through our campus coordinator (volunteer) or someone we know.
The verification only checks whether he is under the influence of drugs or is involved in any other anti-social activities.
After completion of verification process he is given loan through check (Agrani Bank). He is again informed about our terms and conditions while paying the cheque.
========================
Must knock on our page inbox for borrowing discussion.
As our fund is very limited, it is not possible to give more than 80-90 thousand per month at this moment. We try to give this money to 8 to 10 people based on the applications.
****The above conditions may be modified, extended and canceled at the decision of the Committee or the Prime Minister to facilitate the operation of the DANNOY-DHAR programme.
Each branch will have a loan approval teacher or a representative of DANNOY-DHAR who knows everyone. No salary or honorarium is given.
Disclosure of borrower's name on the website is optional. However, anyone who has donated more than T.K 10,000 will be able to access all the information when they come to the office of the 'DANNOY-DHAR' program. Anyone can take this opportunity in special cases.
Among the many important tasks of this program, three are the most important tasks on which the success of this program depends.
1. Raising loan repayments or raising funds.
2. Selecting the right and promising student and disbursing the loan.
3. Timely repayment of loan amount and disbursement to the correct student.
In the light of the founder's three years of experience, I would like to say that bringing back borrowed money is a difficult and painful task. 85% of borrowers pay easily if given reminder for money, 10% have to knock several times and remaining 5% find it difficult to withdraw money. However, hopefully, it is possible to recover money from everyone. And borrowing, not donations, has set that precedent over the past three years. Two lakh twenty six thousand taka (2,26,000/-) has been lent a total of four lakh seventy thousand five hundred taka (4,70,500/-), that is, the principal amount has been returned twice in three years.
Directors have a strong role in debt recovery. It is used as per the need.
If he fails to repay the loan at the initial stage, he is repeatedly warned, if he does not respond to repeated reminders, if he does not extend the loan period or if he breaks his promise despite being able to repay the loan, the applicant is reprimanded from 'DANNOY-DHAR' until the loan is repaid. The identity (including photo) is published on the 'Uncommitted Member' page of the website.
By using this method we believe that a self-respecting university student will never default on a loan despite being able to afford it. If someone is completely incompetent then as per the policy he is given a lot of time and in case of complete failure the loan is not taken back.