Terms and Conditions for Loan Applicant's

১। ধারের মেয়াদ শেষ হলে অবশ্যই ধার ফেরৎ দিতে হবে। কোন বিশেষ কারনে দেরি হলে ওয়েবসাইটে দেয়া মোবাইল নম্বরে ফোন করে জানাতে হবে এবং আলোচনার মাধ্যমে ধারের মেয়াদ বাড়াতে হবে। গুরুতর অসুস্থ বা মারা গেলে ধার পরিশোধ করতে হবে না।

২। আমরা কোন তথ্য পাবলিকলি প্রকাশ করি না। তবে ‘দান নয়, ধার’ এর ফান্ড সংগ্রহের ক্ষেত্রে অথবা যেকোন প্রকার অডিট, কোম্পানির হিসাব নিকাশের সত্যতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে কারো কারো কাছে যেকোন তথ্য প্রদর্শিত হতে পারে।

৩। নিজের নামে ধার নিয়ে অন্যকে ধার দেয়া যাবে না। অর্থাৎ ধার হস্তান্তর যোগ্য নহে।

৪। যে কাজের জন্য ধার নিবে, সেই কাজেই ধারের অর্থ ব্যবহার করতে হবে। যেকোন সময় ‘দান নয়, ধার‘ কর্তৃপক্ষ প্রমাণ চাওয়ার এখতিয়ার রাখে। যেমন কম্পিউটার, মোবাইল ক্রয়ের ক্ষেত্রে মানি রিসিট ইত্যাদি।

৫। কোন প্রকার সুদ বা অতিরিক্ত টাকা বা এর বিনিময়ে ‘দান নয়, ধার‘ কার্যক্রমের কেউ কখনও কোন উৎকোচ বা অতিরিক্ত টাকা বা ফি গ্রহণ করবে না। প্রমান পেলে তাকে তিরস্কারের ব্যবস্থা করা হবে। তবে ধার পরিশোধ করার পর যে কেউ সামান্য কন্ট্রিবিউট করে ধরা প্রদানকারী হিসাবে যুক্ত হতে পারেন, তবে তা অবশ্যই বাধ্যতামূলক নয়।

৬। ধার পরিশোধের সকল প্রমাণাদি যেমন বিকাশে টাকা পাঠানোর স্ক্রিনশট বা ম্যাসেজ বা টিআরএক্স আইডি বা ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ ধার গ্রহণকারীকেই সংগ্রহে রাখতে হবে। হিসাব সংক্রান্ত কোন প্রকার অমিল হলে ধার গ্রহীতা প্রমাণ দেখাতে বাধ্য থাকিবে নতুবা রেজিস্টার আপডেট হবে না।

৭। এই কার্যক্রম পরিচালিত হয় দাতাদের অনুদানের অর্থের উপর নির্ভর করে। অনুদানের অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে কিনা , শিক্ষার্থীরা  উপকৃত হচ্ছে কিনা তা দাতারা দেখতে ও বুঝতে চায়। এবং উপকার ভোগীদের রিভিউ বা মূলবান মন্তব্য দেখেই  অন্যরা এখানে অনুদান করতে উৎসাহিত হয়। তাই ধার গ্রহন করার পর বাধ্যতামূলকভাবে আমাদের ফেইসবুক পেইজ বা গ্রুপে রিভিউ দিতে হবে।

৮। দান নয়-ধার এর একটি ফেইসবুক গ্রুপ আছে যেখানে শুধুই সকল ধারগ্রহীতা, কন্ট্রিবিউটর, স্বেচ্ছাসেবক ও পরিচালকরা যুক্ত হতে পারেন। এর মাধ্যমে এই কার্যক্রমের সকল খবর, প্রয়োজনীয় তথ্য এবং সকল ধরনের আপডেট সহজেই সবার কাছে পৌছে দেয়া হয়। ধার গ্রহীতাদের জন্য এই গ্রুপে যুক্ত থাকা বাধ্যতামূলক।

 

অবশ্যই খেয়াল রাখতে হবে:

9| ধার প্রদানে গরিমসি করলে, ফোন না ধরলে, ম্যাসেজে রিপ্লাই না করলে, দুই মাস একটানা কিস্তি পরিশোধ না করলে গ্রুপের নোটিশ বোর্ডের মাধ্যমে ধার গ্রহীতার পুরো পরিচয় সহকারে ছবি প্রকাশিত করে রিমাইন্ডার প্রদান করা হয়।


১০। শর্ত ভঙ্গ করলে বা সময়মতো ধার পরিশোধ না করলে বা ধার পরিশোধে গরিমসি করলে, আমাদের স্বচ্ছেসেবক বা ক্যাম্পাস কো অরডিনেটররা যেকোন সময় ধারগ্রহণকারীর মোবাইল বা কম্পিউটার বা মূল্যবান জিনিসপত্র সাময়িক সময়ের জন্য বা লোন পরিশোধ না করা পর্যন্ত জব্দ করার এখতিয়ার রাখে। এই অনভিপ্রেত ঘটনায় কোন অভিযোগ করলে তা আমলে নেয়া হবে না এবং তা অন্যায় বলে গৃহিত হবে না।


১১। দান নয়, ধার’ কার্যক্রমের পরিচালনার সুবিধার্থে উপরোক্ত শর্তসূমহ কমিটি বা প্রধান উদ্যেক্তার সিদ্ধান্তে পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল হতে পারে।

1. The loan must be repaid at the end of the loan period. In case of delay due to any special reason, call the mobile number given on the website and extend the loan period through negotiation. The loan does not have to be repaid in case of serious illness or death.

2. No data will be disclosed in publiuc. However, any information may be disclosed to some in the context of raising funds for 'DANNOY-DHAR' or for any type of audit, to ensure the authenticity and integrity of the company's accounts.

3. Borrowing in one's own name cannot be given to others. That is, the loan is not transferable.

4. Borrowed money should be used for the work for which the loan is taken. At any time the 'Don't Don't Borrow' authority reserves the right to ask for evidence. For example, money receipts for the purchase of computers, mobiles, etc.

5. No one will ever accept any interest or extra money or fee in return for 'Donate, Borrow' activities. If he gets proof, he will be reprimanded. But after paying off the loan anyone can join as a deemed payer by making a small contribution, but it is not mandatory.

6. Borrower should keep all proofs of loan repayment such as screenshot or message of sending money to Bikash or TRX ID or bank deposit receipt. In case of any discrepancy related to the account, the borrower will be obliged to show proof or the register will not be updated.


7. This program is run on donor funding. Donors want to see and understand whether the grant money is being spent properly, whether the students are benefiting. And others are encouraged to donate here by seeing the reviews or valuable comments of the beneficiaries. So after taking the loan, you must give a review on our Facebook page or group.


8. Daan Nai-Dhar has a Facebook group where only all borrowers, contributors, volunteers and directors can join. Through this, all news, necessary information and all types of updates of this program are easily communicated to everyone. It is mandatory for borrowers to join this group.


Be sure to note:

9. If you delay in paying the loan, if you don't pick up the phone, if you don't reply to the message. In case of non-payment of installments for two consecutive months, a reminder is issued through the notice board of the group by publishing the picture with full identity of the borrower.

10. In case of breach of conditions or non-payment of loan on time or delinquency in loan repayment, our volunteers or campus coordinators have the right to impound the borrower's mobile or computer or valuables at any time temporarily or until the loan is repaid. Any complaint made in this unintended incident will not be taken into account and will not be considered unfair.

11. The above conditions may be modified, extended or waived at the decision of the Committee or the Prime Minister to facilitate the operation of the 'Don't Donate, Borrow' programme.