1. Name of the Contributors:
2. Designation with Organaigation:
3. Mobile Number:
4. Email:
5. Present Address:
6. Religion:
7. Branch:
8. Amount of Money:
9. Type of Subcription:
If both, Please mention :
১। ব্যক্তিগত পর্যায়ে আমরা প্রধানত দুইটি উপায়ে ‘দান নয়-ধার‘ এর জন্য তহবিল সংগ্রহ করি।
ক) ধার হিসাবে যা তহবিল পর্যাপ্ত থাকা সাপেক্ষে ধার প্রদানকারী যেকোন সময় ফেরৎ নিতে পারবেন
খ) ডোনেশন হিসাবে যা অফেরৎযোগ্য, ডোনেশন প্রদানকারী ব্যক্তি এই টাকা ফেরৎ নিতে পারবেন না।
২। তহবিল পর্যাপ্ত থাকা সাপেক্ষে আপনি আপনার ধার দেয়া অর্থ যেকোন সময় ফিরিয়ে নিতে পারবেন। প্রদান করা অর্থ একবছর হওয়ার পূর্বেই ফিরিয়ে নিলে আপনাকে ‘দান নয়, ধার‘ কার্যক্রমের কন্ট্রিবিউটর হিসাবে গণ্য করা হবে না। ধার প্রদানকারীর অবদানের স্বীকৃতিও কোথাও উল্লেখ থাকবে না।
৩। ধার প্রদানকারীর অর্থ যেহেতু অন্যকে ধার হিসাবে দেয়া হবে এবং ধার প্রদানকারী যেকোন সময় তা তুলে নিতে পারবেন (অনুচ্ছেদ ২ অনুযায়ী) তাই কোন প্রকার দান বা যাকাতের টাকা ‘দান নয়-ধার’ পরিচালকগণ জেনেশুনে গ্রহণ করে না।
৪। যেহেতু মানুষের কল্যানে এই অর্থ ব্যয় হবে তাই কোন প্রকার অবৈধ অর্থ ‘দান নয়-ধার’ পরিচালকগণ জেনেশুনে গ্রহণ করে না।। এইসব উৎস হতে প্রাপ্ত অর্থ ‘দান নয়-ধার’ প্রতিষ্ঠানে ধার বা ডোনেশন হিসাবে না দেওয়ার জন্য অনুরোধ রইলো।
৫। আপনার ডোনেশন (ধার নয়) পঞ্চাশ হাজার (৫০,০০০/-) টাকার অধিক হলে আপনি যেকোন সময় আপনার নামের পরিবর্তে আপনার নিজস্ব কোন কোম্পানির নাম দিতে পারবেন এবং এটা সর্বোচ্চ একবার পরিবর্তনযোগ্য।
৬। ‘দান নয়-ধার’ সকল হিসাব নিকাশ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সংরক্ষিত রাখে। তারপরও আপনার ডোনেশন (ধার নয়) দশ হাজার (১০,০০০/-) টাকার অধিক হলে আপনি কার্যক্রমের সকল আয় ব্যয়ের হিসাব জানার বা অডিট করার অধিকার রাখেন।
৭। ‘দান নয়, ধার’ সকল ডোনেশন প্রদানকারীকে (ডোনেশনের পরিমাণ যাইহোক) অর্থ গ্রহনের রশিদ ও ডোনেশন প্রদানের স্বীকৃতিস্বরুপ সার্টিফিকেট প্রদান করিবে যা প্রয়োজনে ট্যাক্স সাবমিশনে ট্যাক্স রিবেট পাওয়ার ক্ষেত্রে দাখিল করিতে পারবেন।
৮। ‘দান নয়, ধার’ কার্যক্রমের পরিচালনার সুবিধার্থে উপরোক্ত শর্তসূমহ কমিটি বা প্রধান উদ্যেক্তার সিদ্ধান্তে পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল হতে পারে।
10. Educational Institute:
11. Name of the Department:
12. Batch / Session No:
13. Department Batch No:
14. Payment Evidence:
15. Attacted Image for Check or money transfer:
16. Upload your Photo:
17. Full Name:
18. User Name:
19. Passwrod: