Feedback From Borrowers

Muketur Rahman Hemel

Muketur Rahman Hemel

ধন্যবাদ এতো সুন্দর একটা দারুণ উদ্যোগ নেওয়ার জন্য। আমি নিজেও এখান থেকে উপকৃত হয়েছি। ধন্যবাদ Rokibul Hossain ভাই এবং বাকি সব উদ্যোগতাদের যারা জাবি ক্যাম্পাসে ছোট ভাই-বোনের কথা ভেবেই এতো সুন্দর ভাবে সহযোগিতা করে আসছেন। এটি শুরু থেকে অনেক ছাত্রদের সাহায্য করেছে। আশা করি এই কাজটি অন্যান্য বিভাগে ছড়িয়ে পড়বে এবং যারা এটির প্রয়োজন তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

সাকিব জামান সাব্বির

সাকিব জামান সাব্বির

হঠাৎ করে কম্পিউটারের মনিটর নষ্ট হয়ে যায়। সেই মুহুর্তে পর্যাপ্ত পরিমান টাকাও ছিলোনা নতুন একটা কেনার মতো। তখন দান নয়-ধার এ যোগাযোগ করি। সামান্য কিছু ইনফরমেশন দেওয়ার পর আমাকে চাহিদা মোতাবেক টাকা ধার হিসেবে দেওয়া হয়। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।

Md Rayhan

Md Rayhan

This platform helped me a lot in my crisis moment. Thanks Dan noy Dhar❤️

Abdullah Bin Jafor

Abdullah Bin Jafor

At the time of COVID, I urgently need to buy a smartphone for online classes. But I didn't have all the money at that time, so I reached Dan Noy Dhar. After a few formalities, the money came to my Bkash number. I am grateful to 'Daan Noy Dhar'. I would feel blessed to be a contributor to this organization in the future.

S.M.Sohel Rana

S.M.Sohel Rana

এমন একট প্লাটফর্ম আমাদের জন্য অনেক জরুরি ছিলো। করোনাকালীন সময় যখন আমার জরুরি টাকার প্রয়োজন ছিলো তখন এখান থেকে ধার পাই। আমি এই প্লাটফর্মের কাছে অশেষ কৃতজ্ঞ। ইসলাম ধর্মে আমাদেরকে যেমন বলা হয়েছে কর্জে হাসানার কথা, সম্পূর্ন সেইভাবে এইটা পরিচালিত হয়। Rokibul Hossain ভাই কে অসংখ্য ধন্যবাদ এমন একটা প্লাটফর্মের ব্যবস্থা করার জন্য। ইন শা আল্লহ এই উদ্যোগকে আমরা সকলের সহযোগিতায় অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।

Proshenjit K Paul

Proshenjit K Paul

অসাধারণ উদ্যোগ। আমি নিজেও উপকৃত হয়েছি। করোনাকলিন সময়ে যখন আর্থিক অসচ্ছলতা ছিলো, টিউশনি ছিলোনা, তখন আমার ফোন নস্ট হয়ে যায়। দান নয় ধার এর থেকে আমি কিছু টাকা ধার নিয়ে আমার বর্তমান ফোনটা কিনি, এবং পরে যথাসময়ে টাকা পরিশোধ করে দিই। আমি চিরকৃতজ্ঞ থাকবো।

Kazi Masum

Kazi Masum

খুবই ভালো উদ্যোগ ছিল। আমরা পাবলিকে যারা পড়াশোনা করি তাদের বেশিরভাগই টাকার সমস্যায় ভুগি। আমিও এর ব্যাতিক্রম নই। আমি এখান থেকে উপকার পেয়েছি। আশা করি আমার মতো আরো অনেকে এখান থেকে উপকৃত হতে পারবে। সাথে যারা সাবেক আছেন তারা যদি এখানে ডোনেশন করেন তাহলে আরো বেশি ছাত্র ছাত্রী উপকৃত হতে পারবে।

Shariful Islam

Shariful Islam

অনেক বন্ধুবান্ধব, জুনিয়রকে বলতে শুনেছি ১০ হাজার টাকা একসাথে করতে পারতেছিনা বলে আজকে একটা সাইকেল কিনতে পারতেছিনা। আর 'দান নয় ধার' হচ্ছে সেই প্লাটফর্ম যেটা ১০ হাজার টাকা ধার দিয়ে সাইকেল কেনার সুযোগ করে দিচ্ছে, যা একটা স্টুডেন্ট টিউশন করে কয়েকমাসে পরিশোধ করতে পারতেছে। এমন একটা প্লাটফর্মে ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগতেছে। এগিয়ে যাবে বহুদূর 'দান নয় ধার' ইনশাআল্লাহ।

রাসান খন্দকার

রাসান খন্দকার

খুব ই ভালো প্রশংসনীয় উদ্যোগ। আমি নিজে এই উদ্যোগ থেকে উপকৃত হয়েছি। আশা করি আমার মত শিক্ষার্থী রা এইখান থেকে উপকৃত হবে। উদ্যোগটিকে সাধুবাদ জানাই।

Foysal Mahamud

Foysal Mahamud

খুব ভালো উদ্যোগ। আমার বিপদে পাশে পাইছি।

Nabil Rahman

Nabil Rahman

I got benefit from this initiative. The process for borrowing is so simple. I am very pleased to see that it is growing day by day. All the best to the 'Dannoy-dhar.org' team. Nabil Rahman, Environmental Sciences

Moallem Hasnat Didar

Moallem Hasnat Didar

This organization is a outstanding idea to help us the students. It creates a friendly environment for us, the students to think as a helpful institution in the sector of economic help without any hesitation. I got the help in time of need and it is great ..... thanks to this institution . I recommend this to every student who is in need if economic support because it understand us .

Asim Das

Asim Das

It's such a helpful organisation. It help me a lot. I wanted buy a laptop but didn't because of short of some money. Dannoy-dhar.org help that short of money. At last i full fill my dream. Lots of Tnx all of the members of this organisation.

Shafwaan Sazeeb

Shafwaan Sazeeb

Must say A great initiative, When I lost my phone durning covid-19, I took loan from here that helped me to buy a new phone and continue my online classes. I'm really thankful to this organiszations and wishing to keep up their good deeds ❤️

মিশকাদ জাহান

মিশকাদ জাহান

দান নয় ধার নিঃসন্দেহে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য একটা খুব ভালো উদ্যোগ। আমার পড়াশোনা বিষয়ক কাজেই ১০০০০ টাকা খুব প্রয়োজন ছিলো যা আমার পক্ষে এককালীন ভাবে যোগাড় করা কষ্টকর ছিলো। অতঃপর এ সংগঠনের ব্যাপারে জানার পর আমি আমার সমস্যাটা তাদেরকে জানাই এবং আর্থিক সহায়তা পাই। আমি এ প্রতিষ্ঠান ও এর পেছনে অক্লান্ত শ্রম দেওয়া প্রতিটা মানুষের প্রতি আমৃত্যু কৃতজ্ঞতা প্রকাশ করবো।

আহসানুল হাবিব

আহসানুল হাবিব

খুবই ভালো উদ্যোগ। আমি এই সংগঠন থেকে উপকৃত হয়েছি।আশা করি সবাই এই সংগঠন থেকে উপকৃত হবেন।

Proshenjit K Paul

Proshenjit K Paul

অসাধারণ উদ্যোগ। আমি নিজেও উপকৃত হয়েছি। করোনাকলিন সময়ে যখন আর্থিক অসচ্ছলতা ছিলো, টিউশনি ছিলোনা, তখন আমার ফোন নস্ট হয়ে যায়। দান নয় ধার এর থেকে আমি কিছু টাকা ধার নিয়ে আমার বর্তমান ফোনটা কিনি, এবং পরে যথাসময়ে টাকা পরিশোধ করে দিই। আমি চিরকৃতজ্ঞ থাকবো।