Terms and Condition for Loan Sponsor Company

১। প্রচারণার অংশ হিসাবে স্পন্সর কোম্পানির নাম আজীবন ’দান নয়-ধার’ এর ওয়েবসাইটে প্রদর্শিত হবে। 

২। ’দান নয়-ধার’ এর ফেইসবুক পেইজে পোস্টের মাধ্যমে কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানানো হবে যা কোম্পানিকে তার পণ্য প্রচারে সহযোগিতা করবে। 

৩। স্পন্সরের পরিমাণ বেশী হলে (সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা), ’দান নয়, ধার’ পেইড ক্যাম্পেইন এর মাধ্যমে কোম্পানির প্রচারে অংশ নিবে। তবে এই পেইড ক্যাম্পেইন এর খরচ কোম্পানিকে বহন করতে হবে। তবে শর্ত এইযে-মানহীন ব্র্যান্ড ও পণ্যের প্রচারে ‘দান নয়-ধার’ কোন ভাবেই তার প্রচারে অংশ নিবে না।

৪। কন্ট্রিবিউশন ও চুক্তির উপর নির্ভর করে ’দান নয়- ধার’ এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করবে। 

৫। দান নয়- ধার’ জেনে-বুঝে অবৈধ পণ্য তৈরী করেন, ক্রেতাকে বা দেশের মানুষকে প্রতারিত করেন এমন কোন কোম্পানির স্পন্সর  কোনভাবেই গ্রহণ করবে না। অবশ্যই কোন প্রকার প্রচারেও অংশগ্রহণ করবে না।

৬। সর্বনিম্ন স্পন্সর বিশ হাজার (২০,০০০/-) টাকা। তবে যেকোন কোম্পানির মালিক বা প্রতিনিধি বা যেকোন  কর্মকর্তা ,কর্মচারি যেকোন পরিমাণ অর্থ (তিন হাজার টাকার নিচে নয়) ধার বা অনুদান হিসাবে দিতে পারে। সেই ক্ষেত্রে তার নাম কনট্রিবিউটর হিসাবে থাকবে, সেই অর্থ কোম্পানির স্পন্সর হিসাবে গণ্য হবে না। এবং এই  অধ্যয়ের শর্তসুমূহ প্রয়োজ্য হবে না।

৭। বিশ হাজার টাকার উর্ধ্বে যেকোন পরিমাণ অর্থ স্পন্সর হিসাবে গণ্য করা হবে। কন্ট্রিবিউশনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন কোম্পানির সাথে ভিন্ন ভিন্ন চুক্তিতে ‘দান নয়, ধার’ কার্যক্রম তার কার্যক্রমের মাধ্যমে প্রচার কাজে সহযোগিতা করবে।

৮। যদিও সকল হিসাব দান নয়-ধার’ এর ওয়েবসাইটে সংরক্ষিত আছে। তারপরও স্পন্সরের টাকার সঠিক ব্যবহার হচ্ছে কিনা স্পন্সর কোম্পানি অবশ্যই তা খতিয়ে দেখতে পারবেন।

৯। ‘দান নয়, ধার’ কার্যক্রমের পরিচালনার সুবিধার্থে উপরোক্ত শর্তসূমহ কমিটি বা প্রধান উদ্যেক্তার সিদ্ধান্তে পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল হতে পারে।
1. As part of the campaign, the name of the sponsoring company will be displayed on the website of  `Daan Nai-Dhar' for lifetime.

2. A post on the Facebook page of 'DANNOY-DHAR' will show appreciation to the company which will help the company promote its products.

3. If the sponsor's amount is more (minimum fifty thousand taka), will participate in the promotion of the company through the paid campaign 'DANNOY-DHAR' . However, the cost of this paid campaign has to be borne by the company. However, the condition is that 'DANNOY-DHAR'  will not participate in the promotion of substandard brands and products in any way.

4. Advertisements will be placed on the official website of "DANNOY-DHAR" according to your donation and consent. 

5. 'DANNOY-DHAR' will not accept sponsors of any company that knowingly manufactures illegal products, cheats customers or the people of the country. Must not participate in any kind of promotion.

6. Minimum sponsor is Tk Twenty thousand. However, the owner or representative of any company or any officer, employee can give any amount of money (not below three thousand taka) as loan or grant. In that case he will be named as a contributor, that money will not be considered as a sponsor of the company. and the provisions of this Chapter shall not apply.

7. Any amount above 20 thousand taka will be considered as sponsorship. The 'DANNOY-DHAR' program will support outreach through its activities in different agreements with different companies based on contributions.

8. However, all the accounts are saved on the website of 'DANNOY-DHAR'. Still, the sponsoring company must check whether the sponsor's money is being used properly.

9. The above terms and conditions may be modified, extended and cancelled at the decision of the Committee or the Founder of this initiative to facilitate the operation of the 'DANNOY-DHAR' program.