Dr. Syed Hafizur Rahman

Dr. Syed Hafizur Rahman

Professor, Department of Environmental Sciences

Jahangirnagar University, Savar, Dhaka.

প্রথম দিন থেকে ‘দান নয়-ধার’ এর সাথে যুক্ত আছি। প্রথম যেদিন ফেইসবুক গ্রুপে ‘দান নয়-ধার’ এর পোস্ট দেখি তখনই ভেবেছিলাম এই উদ্যোগ সফল হবে এবং সকলের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে। তবে কিছুটা আশংকা ছিল শিক্ষার্থীরা টাকা নিয়ে টাকা ফেরৎ দিবে কিনা। সেই ভয় জয় করে ‘দান নয়-ধার’এখন তৃতীয় বর্ষে।

 

এই সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাঞ্চ-০১ এর ধার অনুমোদনকারী হিসাবে যুক্ত থাকায় এর কার্যক্রমের সকল পদক্ষেপ অবলোকন করার সুযোগ হয়েছে। তিনবছরে অনেক শিক্ষার্থী এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়েছে। সবাই তাদের নেয়া ধার পরিশোধ করছে আবার অন্যরা সেই টাকায় ধার পাচ্ছে। এইভাবে এই কার্যক্রম সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সহযোগিতার এক অন্যান্য সেতুবন্ধন হিসাবে কাজ করছে।

 

বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বার্থে, তাদের কল্যাণে ও বিকাশে অনেক ধরনের সংগঠন, ক্লাব বা কার্যক্রম চলমান আছে। শিক্ষার্থীদের আর্থিক প্রয়োজনে কাজ করে এমন সংগঠন বিরল। ’দান নয়-ধার’ এইদিক থেকে একদম ব্যতিক্রম। শিক্ষার্থীদের মর্যাদা সমুন্নত রাখতে দান না করে সেই টাকা ধার দিয়ে তাদের প্রয়োজনে কাজ করা -সত্যিকার অর্থেই একটি অসাধারণ উদ্যোগ। আরেকটি উল্লেখযোগ্য বিষয়, আর্থিক সংকটে বা প্রয়োজনে ধনী- গরীব, মেধাবী-কমমেধাবী সবাই এই তহবিল থেকে ধার নিতে পারেন। ধার নেওয়ার ক্ষেত্রে কারও আর্থিক অবস্থা যাচাই করা হয় না।

 

আমাদের পাইলট প্রজেক্ট (ব্রাঞ্চ ০১) সফল হওয়ায়, ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি। যারা এই কার্যক্রমে অনুদান বা ধার দিয়ে এই কার্যক্রমকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের আর্থিক সংকটে তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

 

এই উদ্যোগের প্রতিষ্ঠাতা রকিবুল হোসেন ও আমাদের সকলের প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হোক , শিক্ষার্থীদের আর্থিক সংকটে ’দান নয়-ধার’ একটি সত্যিকার ভরসার জায়গা হোক এই প্রত্যাশা ও শুভকামনা রইলো।

 

I have been connected with "DANNOY-DHAR" from the first day. When I first saw the post of "DANNOY-DHAR" on the Facebook group, I thought that this initiative would be successful and accepted by everyone. However, there were some concerns about whether the students would accept and return the money. "DANNOY-DHAR", which is in its third year, has overcome that fear.

Being attached as the chief advisor and loan sanctioner of Branch-01 of this organization has given an opportunity to observe all the steps of its activities. Many students have benefited from this program in three years. Everyone is repaying their loans and others are borrowing from that money. Thus this program acts as another bridge of cooperation between past and present students.

The university has many organizations, clubs or activities for the interest, welfare and development of its students. Organizations that cater to the financial needs of students are rare. "DANNOY-DHAR" is an exception in this respect. It is truly remarkable to see this effort to enhance the dignity of students by lending this money as needed rather than donating it. Another important thing is that the rich, the poor, the talented and less talented all can borrow money from this fund in case of financial crisis or need. No one's financial situation is checked while borrowing.

With the success of the pilot project (Branch 01), we plan to gradually launch the program in other departments of the university. Thank you to everyone who has made this program a success by donating or lending to this program and helping students in need.

With the efforts of the founder of this initiative, Rokibul Hossain and all of us, we hope that this initiative will be a success and that 'DANNOY-DHAR' will become a real place of hope for students in financial crisis.  

Dr. Syed Hafizur Rahman

Dr. Syed Hafizur Rahman

Professor, Department of Environmental Sciences

Jahangirnagar University, Savar, Dhaka.