Chief Adviser's Message
Other Page
Chief Adviser's Message
প্রথম দিন থেকে ‘দান নয়-ধার’ এর সাথে যুক্ত আছি। প্রথম যেদিন ফেইসবুক গ্রুপে ‘দান নয়-ধার’ এর পোস্ট দেখি তখনই ভেবেছিলাম এই উদ্যোগ সফল হবে এবং সকলের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে। তবে কিছুটা আশংকা ছিল শিক্ষার্থীরা টাকা নিয়ে টাকা ফেরৎ দিবে কিনা। সেই ভয় জয় করে ‘দান নয়-ধার’এখন তৃতীয় বর্ষে।
এই সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাঞ্চ-০১ এর ধার অনুমোদনকারী হিসাবে যুক্ত থাকায় এর কার্যক্রমের সকল পদক্ষেপ অবলোকন করার সুযোগ হয়েছে। তিনবছরে অনেক শিক্ষার্থী এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়েছে। সবাই তাদের নেয়া ধার পরিশোধ করছে আবার অন্যরা সেই টাকায় ধার পাচ্ছে। এইভাবে এই কার্যক্রম সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সহযোগিতার এক অন্যান্য সেতুবন্ধন হিসাবে কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বার্থে, তাদের কল্যাণে ও বিকাশে অনেক ধরনের সংগঠন, ক্লাব বা কার্যক্রম চলমান আছে। শিক্ষার্থীদের আর্থিক প্রয়োজনে কাজ করে এমন সংগঠন বিরল। ’দান নয়-ধার’ এইদিক থেকে একদম ব্যতিক্রম। শিক্ষার্থীদের মর্যাদা সমুন্নত রাখতে দান না করে সেই টাকা ধার দিয়ে তাদের প্রয়োজনে কাজ করা -সত্যিকার অর্থেই একটি অসাধারণ উদ্যোগ। আরেকটি উল্লেখযোগ্য বিষয়, আর্থিক সংকটে বা প্রয়োজনে ধনী- গরীব, মেধাবী-কমমেধাবী সবাই এই তহবিল থেকে ধার নিতে পারেন। ধার নেওয়ার ক্ষেত্রে কারও আর্থিক অবস্থা যাচাই করা হয় না।
আমাদের পাইলট প্রজেক্ট (ব্রাঞ্চ ০১) সফল হওয়ায়, ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি। যারা এই কার্যক্রমে অনুদান বা ধার দিয়ে এই কার্যক্রমকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের আর্থিক সংকটে তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
এই উদ্যোগের প্রতিষ্ঠাতা রকিবুল হোসেন ও আমাদের সকলের প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হোক , শিক্ষার্থীদের আর্থিক সংকটে ’দান নয়-ধার’ একটি সত্যিকার ভরসার জায়গা হোক এই প্রত্যাশা ও শুভকামনা রইলো।