How Sopnsor Company will be benefited

আমরা প্রধানত দুইটি উপায়ে ‘দান নয়-ধার‘ এর জন্য তহবিল সংগ্রহ করি।

১। ব্যক্তিগত ফান্ড - যা ধার (ফেরৎযোগ্য) বা ডোনেশন (অফেরৎযোগ্য) হিসাবে

২। কোম্পানির স্পনসর (অফেরৎযোগ্য)।

বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠানগুলি তাদের পণ্যের প্রসার ও কোম্পানির ব্র্যান্ড ভ্যালু তৈরী করার জন্য বিভিন্ন ইভেন্টে কোম্পানির প্রচারের শর্তে অর্থ অনুদান বা স্পন্সর করে থাকেন যেমন- বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রোগ্রাম, সার্কট্যুর, কনসার্ট, জাতীয় কোন দিবস পালন, গনসচেতনতা সৃষ্ট্রিতে, খেলাধুলায় ইত্যাদি নানাবিধ বিষয়ে ।

বেশীরভাগ ইভেন্টই কোম্পানি খুব অল্প সময়ের জন্য কাভারেজ পায়। যেমন ধরুন- একটি কনসার্টে স্পন্সর করলে- কনসার্টেন দিন এবং আগে কয়েকদিন প্রচারণার সময় কোম্পানি তার প্রচারের জন্য কাভারেজ পায়- কনসার্ট বা ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথেই কোম্পানির প্রচারের সুযোগ শেষ হয়ে যায় এবং জাতীয় পর্যায়ের ইভেন্ট না হলে খুব বেশী কাভারেজও পায় না বা আয়োজকদের দ্বরা তা দেয়া সম্ভব হয় না।

’দান নয়, ধার’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি অলাভজনক ও কল্যাণকর প্রতিষ্ঠান। যা সম্পূর্ণভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হয়।

কোন কোম্পানি ’দান নয়, ধার’ ফান্ডে স্পন্সর করলে এই প্রতিষ্ঠান উক্ত কোম্পানির প্রচারণার অংশ হিসাবে যা যা করবে-

১। প্রচারণার অংশ হিসাবে স্পন্সর কোম্পানির নাম  আজীবন ’দান নয়-ধার’ এর ওয়েবসাইটে প্রদর্শিত হবে। ওয়েবসাইটে স্পন্সর কোম্পানির নাম দেখার জন্য এখানে ক্লিক করুন।

২। ’দান নয়-ধার’ এর ফেইসবুক পেইজে পোস্টের মাধ্যমে কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানানো হবে যা কোম্পানিকে তার পণ্য প্রচারে সহযোগিতা করবে। 'দান নয়-ধার’ ফেইসবুক পেইজ লিংক।

৩। স্পন্সরের পরিমাণ বেশী হলে (সর্বনিম্ন পঞ্চাস হাজার টাকা ), ’দান নয়, ধার’ পেইড ক্যাম্পেইন এর মাধ্যমে কোম্পানির প্রচারে অংশ নিবে। তবে এই পেইড ক্যাম্পেইন এর খরচ কোম্পানিকে বহন করতে হবে। তবে শর্ত এইযে-মানহীন ব্র্যান্ড ও পণ্যের প্রচারে ‘দান নয়-ধার’ কোন ভাবেই তার প্রচারে অংশ নিবে না।

নোট : ‘ দান নয়- ধার’ জেনে-বুঝে অবৈধ পণ্য তৈরী করেন, ক্রেতাকে বা দেশের মানুষকে প্রতারিত করেন এমন কোন কোম্পানির স্পন্সর  কোনভাবেই গ্রহণ করবে না। অবশ্যই কোন প্রকার প্রচারে অংশগ্রহণ করবে না।


৪। যদিও সকল হিসাব দান নয়-ধার’ এর ওয়েবসাইটে সংরক্ষিত আছে। তারপরও  স্পন্সরের টাকার সঠিক ব্যবহার হচ্ছে কিনা স্পন্সর কোম্পানি অবশ্যই তা খতিয়ে দেখতে পারবেন।


’দান নয়-ধার’ এর লক্ষ্য অর্জনে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। কোন কোম্পানী স্পন্সর করতে চাইলে এই প্রতিষ্ঠানের কর্ণধারের সহিত আলোচনা করুন। স্পন্সরের ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে চুক্তির প্রাথমিক শর্তাবলী চেক করে দেখুন।

যোগাযোগ:  মোঃ রকিবুল হোসেন, প্রতিষ্ঠাতা, ’দান নয়- ধার’ মোবাইল নং-০১৭১১৭০৩১৫৩।

We raise funds for `DANNOY-DHAR' mainly in two ways:

1. Personal sources of funding – either loans (non-refundable) or donations (non-refundable)
2. Corporate sponsored sources (non-refundable).

In order to promote the product and build the brand asset of the company, the reputable organizations of Bangladesh has been conducting business promotion at various events such as various programs of university students, concerts and celebrations of various national holidays. Donating money to or sponsoring funds for , public awareness events, sports, etc.

Most events only cover the company for a very short period of time. For example, if a concert is sponsored, the company will receive advertising coverage on the day of the event and during the promotion of the event. Once the concert or event ends, the company's advertising opportunities end, if not at the national event level, and are poorly reported.

"DANNOY-DHAR" is a non-profit welfare organization established for university students. All run on a volunteer basis.

When a company sponsors the "DANNOY-DHAR" fund, the organization will:


1. As part of the campaign, the name of the sponsor company will be permanently displayed on the "DANNOY-DHAR" website. Click here to see the name of the sponsoring companies.

2. Writeup on the "DANNOY-DHAR" Facebook page will be posted with acknowledging company credit and help the company promote its products. Link to the Facebook page of "DANNOY-DHAR"

3. If the amount of sponsorship is large (above Tk 50,000.00), 'DANNOY-DHAR' will participate in corporate promotion through paid campaigns. However, the cost of this paid campaign must be borne by the Company. The stipulation is that "DANNOY-DHAR" will never get involved in the promotion of inferior brands or products.

Note:
"DANNOY-DHAR" will not knowingly accept sponsorships from companies that manufacture illegal products or defraud customers or the public. We cannot participate in any promotion.

4. However, all the accounts are saved on the website of DANNOY_DHAR. Still, the sponsoring company can check whether the sponsor's money is being used properly.

We ask for your cooperation in achieving the goals of "DANNOY-DHAR". If you would like to sponsor DANNOY-DHAR, please contact the management of that organization. Check  Primary Terms and Conditions of the contract between the two parties in the case of a sponsor. 

Contact: Md. Rokibul Hossain, Founder, "DANNOY-DHAR" Mobile: 01711703153